“আজকেরে মধ্যে গোটা চারেক পুরসভা বিজেপির দখলে আসবে” মুকুল রায়। কোন কোন পুরসভা?
নজরবন্দি ব্যুরোঃ সোমবার তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গে দিল্লি গিয়েছেন বহু তৃণমূল কাউন্সিলর। দিল্লিতে মুকুল রায়ের দাবি, মঙ্গলবার রাজ্যের অন্তত চারটি পুরসভা বিজেপির দখলে আসবে।মঙ্গলবার বিজেপির দিল্লির সদর দফতরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন একঝাঁক কাউন্সিলর। সঙ্গে বেশ কয়েকজন বিধায়কও রয়েছেন।
যাঁদের মধ্যে রয়েছেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। এই দলবদল প্রক্রিয়া সম্পন্ন হবে মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ।মঙ্গলবার কটি পুরসভা দখলে আসতে পারে বিজেপির, প্রশ্নের উত্তরে মুকুল রায় জানান, আপাতত গোটা চারেক পুরসভা বিজেপির দখলে আসবে। যার মধ্যে রয়েছে কাঁচড়াপাড়া, হালিসহল, নৈহাটির মতো পুরসভা। মাস দু-তিনেকের মধ্যে রাজ্যের ৫৫ থেকে ৬০ টি পুরসভার নিয়ন্ত্রণ নেবে বিজেপি।

No comments