আমেথিতে স্মৃতি ইরানির প্রচার সঙ্গী গুলিতে ঝাঁঝরা !
নজরবন্দি ব্যুরোঃ অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত আমেথির বিজেপি নেতা সুরেন্দ্র সিং। আমেথির নতুন বিজেপি সাংসদ স্মৃতি ইরানির কাছে নেতা ছিলেন তিনি। বারাউলিয়া গ্রামের প্রাক্তন গ্রাম প্রধানকে শনিবার রাতে গুলি করে মারা হয়। তাঁর বাড়ি আমেথির জামো থানার অন্তর্গত। শনিবার রাতে তাঁর উপর অতর্কিতে হামলা করা হয়।
গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ৫০ বছরের সুরেন্দ্র। গুরুতর আহত অবস্থায় তাঁকে লখনউয়ের হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিত্সা চলাকালীন মারা যায় সে। অতিরিক্ত পুলিশ সুপার দয়া রাম জানিয়েছেন, এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। আসল দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি জারি।

No comments