সত্যিই কি তৃণমূল থেকে নেতা ধার করার দরকার ছিল? মনিরুল নিয়ে অসন্তোষ বিজেপির অন্দরে
নজরবন্দি ব্যুরো: বীরভূমের লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম গতকাল বিজেপিতে নাম লিখিয়েছেন। আর এর পরই তীব্র অসন্তোষ শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। কর্মী-সমর্থকরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষোভ-প্রকাশ করেছেন।
নেতাদের কাছেও তারা বার বার ফোন করে জানতে চাইছে। ফেসবুকে এবার গর্জে উঠলেন হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। রন্তিদেবের পাশে দাঁড়িয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। মনিরুলের বিজেপি প্রবেশে নিয়ে অসন্তোষের কথা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে সঙ্ঘও।
তাদের বক্তব্য, বাংলার মানুষকে মূর্খ ভাবলে ভুল করবে বিজেপি নেতৃত্ব।
গতকাল বিজেপির সদস্যপদ নেন মনিরুল ইসলাম। মনিরুলের যোগদানের পরই তীব্র ক্ষোভ ছড়ায় বঙ্গ বিজেপির অন্দরে। জেলা থেকে নেতাদের কাছে ঘনঘন আসতে থাকে ফোন। সূত্রের খবর, সকলেই জানতে চাইছে, সত্যিই কি তৃণমূল থেকে নেতা ধার করার দরকার ছিল?
নেতাদের কাছেও তারা বার বার ফোন করে জানতে চাইছে। ফেসবুকে এবার গর্জে উঠলেন হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। রন্তিদেবের পাশে দাঁড়িয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। মনিরুলের বিজেপি প্রবেশে নিয়ে অসন্তোষের কথা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে সঙ্ঘও।
গতকাল বিজেপির সদস্যপদ নেন মনিরুল ইসলাম। মনিরুলের যোগদানের পরই তীব্র ক্ষোভ ছড়ায় বঙ্গ বিজেপির অন্দরে। জেলা থেকে নেতাদের কাছে ঘনঘন আসতে থাকে ফোন। সূত্রের খবর, সকলেই জানতে চাইছে, সত্যিই কি তৃণমূল থেকে নেতা ধার করার দরকার ছিল?
Loading...
কোন মন্তব্য নেই