ঘর ভাঙতে চলেছে ইমরানের।
নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ ৮ বছর সম্পর্কে থাকার পর অবশেষে ২০১১ সালে সাতপাকে বাঁধা পড়েন 'দেলি বেলি' অভিনেতা ইমরান খান ও অবন্তিকা মালিক। সূত্রের খবর, গত দুদিন আগেই ইমরানের ২৪ পালি হিল-এর বাড়ি ছেড়ে গত দুদিন আগেই মেয়ে ইমারাকে নিয়ে বেরিয়ে গিয়েছেন অবন্তিকা। তিনি আপাতত তাঁর মা-বাবার সঙ্গে রয়েছেন।
জানা যাচ্ছে, ইমরান ও অবন্তিকার মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে তাঁদের পরিবার। ইতিমধ্যেই, অবন্তিকা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল অবন্তিকা মালিক খান ব্যবহার করতেন, তিনি ইতিমধ্যেই খান পদবী তুলে নিয়েছেন।
জানা যাচ্ছে, ইমরান ও অবন্তিকার মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে তাঁদের পরিবার। ইতিমধ্যেই, অবন্তিকা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল অবন্তিকা মালিক খান ব্যবহার করতেন, তিনি ইতিমধ্যেই খান পদবী তুলে নিয়েছেন।

No comments