বিশ্বকাপে এবার গেরুয়া জার্সি পরে মাঠে নামবেন বিরাটরা।
নজরবন্দি ব্যুরোঃ সারা দেশে বয়ে গিয়েছে গেরুয়া সুনামি। তাহলে কী তার আঁচ লাগল ভারতীয় দলেও? না সেরকম না। কারণ টা নেহাতিই কাকতালীয়।এবারের বিশ্বকাপে থাকছে হোম এবং অ্যাওয়ে জার্সি! আর দু’রকম জার্সি পরেই খেলবেন বিরাটরা। আইসিসি এমনই সিদ্ধান্ত নিয়েছে। আসলে ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান— এই ৪ দল নীলরঙের জার্সি পরে মাঠে নামবেন।
আর দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ— সবুজ রঙের জার্সি গায়ে দেবেন। যাতে একই রঙের জার্সি পরা দলগুলোর মধ্যে খেলা হলে সমস্যা না হয়। ভারতের অ্যাওয়ে জার্সি কমলা রঙের। তবে জার্সির সামনের অংশে এবং হাতের কাছে গাঢ় নীল রং থাকবে। ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সময় বিরাটরা অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবেন।

No comments