Header Ads

প্রস্তুতি ম্যাচে ভালোভাবেই ব্যাটিং প্র্যক্টিস সেরে নিলেন ধোনিরা।

নজরবন্দি ব্যুরোঃ কেএল রাহুল ও মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত শতরানের দৌলতে সোফিয়া গার্ডেনে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সামনে ৩৬০ রানের লক্ষ্যমাত্রা রেখেছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ৯৯ বলে ১০৮ রান করেছেন রাহুল। ছয় মেরে সেঞ্চুরি পূর্ণ করা ধোনি ৭৮ বলে ১১৩ রান করে আউট হন। শুরুতেই বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে নেমে শিখর দাওয়ান ফিরলেন মাত্র ১ রান করে।১৯ রান করে বোল্ড হলেন রোহিত শর্মাও।
 তখন কার্ডিফে টাইগার পেসারদের দাপট। ওভালের স্মৃতি ফিরে আসছিল। তখনই বিরাটের চওড়া ব্যাট আর কেএল রাহুল জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেন। তবে ৪৬ বলে ৪৭ রান করে সইফউদ্দিনের বলে বোল্ড হলেন বিরাট কোহলি। চোটের কারণে আগের ম্যাচে না খেললেও এই ম্যাচে সুযোগ পেয়েছিলেন বিজয় শঙ্কর। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ বিজয় শঙ্কর। ফিরলেন মাত্র ২ রানে। এরপর রাহুল ও ধোনি জুটি ভারতকে বড় রান তুলতে সাহায্য করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশ ১০ ওভার শেষে ৫০ রান করেন ২ উইকেটের বিনিময়ে। বুম্রা পর পর ২ বলে ২ টি উইকেট নেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.