প্র্যাকটিস ম্যাচে মুখ থুবড়ে পড়ল ভারত।
নজরবন্দি ব্যুরোঃ শনিবার বিশ্বকাপের প্র্যাকটিস মাচে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচে টিম ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যানই কিউরি দলের বোলিংয়ের সামনে লড়াই করতে পারেননি। ফলে ২০১৫ বিশ্বকাপের রানার্স দল নিউজিল্যান্ডের কাছে হেরে গেল বিরাটরা। বিশেষজ্ঞদের মতে বিশ্বকাপের ডার্কহর্স নিউজিল্যান্ড।
ভারতকে হারিয়ে কিন্তু তারই কিছুটা প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন কিউইয়রা। ব্যাটিং এবং বোলিং দু'বিভাগেই এগিয়ে ছিলেন তারা।প্রথমে ব্যাট করে শুরু থেকেই উইকেটের পতন ভারতের। ধাওয়ান থেকে শুরু করে রোহিত এমনকি অধিনায়ক কোহলিও। ইংল্যান্ডের কন্ডিশনে বল সুইং করতেই আয়ারাম গয়ারামের খাতায় নাম লিখিয়ে সাজঘরে ফেরা শুরু ভারতীয় ব্যাটসম্যানদের। ব্যাটিংয়ের এই 'রোগ' পুরনো, তাই বলে রানির দেশে বিশ্বকাপ খেলতে এসে শুরুতেই এমন দুর্দশার ছবি দেখতে হবে, অন্তত এই আশঙ্কা ছিল না! তবে কিছুটা চেষ্টা চালান হার্দিক পান্ড্য।
তিনি আউট হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল দেড়শোর গণ্ডিও পেরোতে পারবে না ভারত। তবে ভারতকে কিছুটা লড়াইয়ে রাখেন জাডেজা এবং কুলদীপ জুটি। অর্ধশতক করেন । ভারত - ১৭৯ (৩৯.২ ওভার, জাডেজা- ৫৪, হার্দিক-৩০, বোল্ট-৪/৩৩) নিউজিল্যান্ড - ১৮০/৪ (৩৭.১ ওভার, টেলর-৭১, উইলিয়ামসন-৬৭, বুমরাহ-১/২)
তিনি আউট হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল দেড়শোর গণ্ডিও পেরোতে পারবে না ভারত। তবে ভারতকে কিছুটা লড়াইয়ে রাখেন জাডেজা এবং কুলদীপ জুটি। অর্ধশতক করেন । ভারত - ১৭৯ (৩৯.২ ওভার, জাডেজা- ৫৪, হার্দিক-৩০, বোল্ট-৪/৩৩) নিউজিল্যান্ড - ১৮০/৪ (৩৭.১ ওভার, টেলর-৭১, উইলিয়ামসন-৬৭, বুমরাহ-১/২)

No comments