বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বিরাটদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বিরাটদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় দলের চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে ধোঁয়াশা এখন কাটছে না। বোলিং অ্যাটাক নিয়ে তেমন পরীক্ষা নিরীক্ষার কিছু না থাকলেও বিশেষ করে নজর রাখা হবে কেএল রাহুল এবং বিজয় শঙ্করের দিকে। কারণ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই দুই জনের মধ্যে একজনকে চার নম্বর জায়গার জন্য ভাবা হচ্ছে। ওপেনার শিখর ধাওয়ান, রোহিত শর্মার পর তিন নম্বরে বিরাট কোহলি। ভারতের বিশ্বসেরা টপ অর্ডারের সঙ্গে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
অল রাউন্ডার কেদার যাদবের পাশাপাশি বিগ হিটার হার্দিক পাণ্ডিয়া ভারতীয় দলের ব্যাটিংকে গভীরতা দিচ্ছে। জশপ্রীত বুমরা পেস আক্রমণকে নেতৃত্বে দেবেন। সঙ্গে রয়েছেন মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং হার্দিক পাণ্ডিয়া। দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহল ভারতীয় দলের স্পিন বৈচিত্র্য আনবে। প্রথম প্রস্তুতি ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী টিম কোহলি।

No comments