মন্ত্রী হচ্ছেন দেবশ্রী চৌধুরী!
নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গ থেকে কারা হবেন মোদী সরকারের মন্ত্রী, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে সকাল থেকে। আজ, সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের আগে বাংলা থেকে মন্ত্রী হিসেবে প্রথম সামনে এল দেবশ্রী চৌধুরীর নাম।
নয়াদিল্লির বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, এদিন সকালেই ফোন পেয়েছেন রায়গঞ্জের এই বিজেপি সাংসদ।
তাঁকে ফোন করেছিলেন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ওই সূত্র থেকে আরও জানা গিয়েছে, আজ বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি বৈঠক হতে চলেছে। ওই বৈঠকেই দেবশ্রী চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন অমিত শাহ। একই সঙ্গে তাঁকে জানানো হয়েছে যে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে শপথগ্রহণের অনুষ্ঠানে দেবশ্রীকে বসতে হবে সামনের সারিতে। বাংলায় শপথ নেওয়ার নির্দেশও দেবশ্রীকে অমিত শাহ দিয়েছেন বলে জানা গিয়েছে।
নয়াদিল্লির বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, এদিন সকালেই ফোন পেয়েছেন রায়গঞ্জের এই বিজেপি সাংসদ।
Loading...
কোন মন্তব্য নেই