Header Ads

তৃণমূলের ঘর ছাড়াদের ঘরে ফেরাতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: ২০১১ সালে বাম সরকারের পতনের পরে রাজ্যের দায়িত্ব হাতে পায় তৃণমূল কংগ্রেস। আর এর পর থেকে প্রায় প্রতিটা জেলা থেকে বহু বাম কর্মী ঘরছাড়া হতে বাধ্য হয়। এমন কি যারা মাটি কামড়ে এলাকায় থাকার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। আবার অনেক বাম কর্মীদের এলাকায় বা নিজের বাড়িতে থাকার জন্য মোটা টাকা ঘুষ দিতে হয় তৃণমূলের নেতাদের।
এমনটাই অভিযোগ বাম নেতাদের। কিন্তু সেই অভিযোগ এক বারও গুরুত্ব দিয়ে দেখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের নির্বাচনে ধাক্কা খেয়েছে তৃণমূল।
আর বিজেপি যে ভবিষ্যতে রাজ্যের দায়িত্ব হাতে পেতে চলেছে তার ইঙ্গিত স্পষ্ট। আর এর পর থেকে রাজ্যের একাধিক এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল করে নেয় বিজেপি সমর্থকরা। এমনকি বহু তৃণমূল কর্মী এলাকা ছাড়া হয়ে যান।
তাই এবার ঘর ছাড়াদের ঘরে ফেরাতে বৃহস্পতিবার নৈহাটি যাবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল নৈহাটি পুরসভার সামনে রয়েছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। ঘর ছাড়াদের ঘরে ফেরানো দাবিতে দুপুরে হবে অবস্থান বিক্ষোভ। সেই কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.