Header Ads

এবার বলিউডে আসছেন মিঠুন পুত্র নমশি চক্রবর্তী।

নজরবন্দি ব্যুরোঃ এবার বি-টাউনে পা রাখতে চলেছেন মিঠুন পুত্র নমশি চক্রবর্তী। হাঁ খবর সে রকমই। পরিচালক রাজকুমার সন্তোশীর ছবি ‘ব্যাডবয়’ দিয়ে বলিউডে পা রাখবেন তিনি।বাবার মুখের আদলের সঙ্গে আশ্চর্য মিল রয়েছে নমশির।
 ছবির প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে আমরিনকে দেখা যাবে নমশির বিপরীতে। মিঠুনের চার ছেলে মেয়ের মধ্যে নমশি সব থেকে ছোট । এর আগে মিঠুনের বড় ছেলে মহাক্ষয় বা মিমো চক্রবর্তীও বলিউডে পা রেখেছিলেন । কিন্তু সেভাবে সাড়া ফেলতে পারেননি উনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.