Header Ads

মি-টু ঝড় সামলে ইন্ডিয়ান আইডলের বিচারকের চেয়ারে আবার অনু মালিক।


নজরবন্দি ব্যুরোঃ তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন চারজন মহিলা শিল্পী। যাঁদের মধ্যে শ্বেতা পন্ডিত এবং সোনা মহাপাত্রও ছিলেন। মিটু আন্দোলনে বিদ্ধ হয়েছিলেন সঙ্গীত পরিচালক অনু মালিক। যার জেরে তাঁকে মাঝপথেই সরতে হয়েছিল একটি রিয়্যালিটি শোয়ের বিচারকের আসন থেকে।

অভিযোগ ওঠার পরই অনু জানিয়েছিলেন, এসব মিথ্যে। তাঁর সম্মানহানির জন্যই এসব বলা হচ্ছে। এবছর আবার তিনি ফিরছেন। ইন্ডিয়ান আইডলের বিচারকের চেয়ারে দেখা যাবে অনু মালিককে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.