Header Ads

বিহারের থেকেও বাংলায় ভোট করা কঠিন: অজয় নায়েক

নজরবন্দি ব্যুরো: বিহারের থেকেও কঠিন পশ্চিমবঙ্গে নির্বাচন করা। গোটা রাজ্যের মধ্যে ব্যারাকপুরে নির্বাচন পরিস্থিতি ছিল সবচেয়ে কঠিন। তবে এরপর ভবিষ্যতে আর কখনও এরাজ্যে নির্বাচন করাতে চান না বলে জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।
তাঁর মতে, এই রাজ্যে পর্যবেক্ষকদের সবাই মিলে অপমান করে।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে একজন স্পেশাল পুলিশ অবজার্ভার ও একজন স্পেশাল অবজার্ভার নিয়োগ করে নির্বাচন কমিশন। নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগের ঘটনায় বারংবার কমিশনের বিরুদ্ধে তোপ দাগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা। কমিশন পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে কমিশন কাজ করছে বলে অভিযোগ করে তৃণমূলের একাধিক নেতা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.