Header Ads

“রাজা রামমোহন রায় আদতে একজন স্বৈরাচারী এবং ব্রিটিশের চামচা জাতীয় ব্যক্তি ছিলেন”- অভিনেত্রী পায়েল রোহতগী।

নজরবন্দি ব্যুরোঃ সতীদাহ প্রথার অবসান ঘটিয়েছিলেন যিনি, তাঁর কপালে জুটলো ব্রিটিশের চামচা, স্বৈরাচারী হওয়ার তকমা। আর সেই তকমা দিলেন এক নারীই। বলিউড অভিনেত্রী পায়েল রোহতগী। পায়েল তাঁর টুইটারে সতীদাহ প্রথার সমর্থন করে লিখেছেন রাজা রামমোহন রায় আদতে একজন স্বৈরাচারী এবং ব্রিটিশের চামচা জাতীয় ব্যক্তি ছিলেন।
 ব্রিটিশ সংস্কৃতিতে উদ্বুদ্ধ হয়েই সতীদাহ প্রথার অবসান ঘটিয়েছিলেন। অথচ এই সতীদাহ প্রথা ভারতীয় সংস্কৃতীর একটি অঙ্গ ছিল। সেই ঐতিহ্যের অবসান ঘটিয়ে ভারতীয় সংস্কৃতিতে আঘাত হেনেছেন তিনি।পায়েলের দাবি সতীদাহ প্রথা ছিল মুঘলদের হাত থেকে নিজেদের সম্মান বাঁচানোর উপায়। সেকারণে রাজস্থানে জহর এখনও ভীষণভাবে স্বীকৃত। তাঁর এই বক্তব্য নিয়ে শোরগোল পরে যায় সোশ্যাল মিডিয়াতে। অনেকে তাকে প্রশ্ন করেন জহর ব্রত আর সতীদাহ প্রথার পার্থক্য কি তিনি জানেন?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.