Header Ads

মিমি ও নুসরতের পাশে দাঁড়ালেন স্বস্তিকা।

নজরবন্দি ব্যুরোঃ সংসদে গিয়ে বিভিন্ন পোজে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রোলিংয়ের শিকার হতে হয় তৃণমূল সাংসদ মিমি ও নুসরতকে। কেউ তাদের পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার সংসদে দাঁড়িয়ে তাঁদের সেলফি তোলা নিয়ে আক্রমণ করেছেন। এসবের মধ্যে এই দুই অভিনেত্রী সাংসদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
তিনি টুইটারে লিখেছেন, ''বেশ করেছে পার্লামেন্টের সামনে ছবি তুলেছে। আমরা তো শুতে বসতে সবসময়ই ছবি তুলি। এটা তাঁদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। মানুষই তাঁদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাঁদের সংসদে যাওয়ার অধিকার রয়েছে। কোড অফ পার্লামেন্টে কোথাও বলা নেই যে জিন্স পরে সেখানে যাওয়া যাবে না। তো দয়া করে এধরনের অকারণ সমস্যা তৈরি করা বন্ধ করুন। ''
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.