মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না ইমরান!
নজরবন্দি ব্যুরোঃ আগামী কাল ৩০শে মে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। এই কারণে বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ করেছেন প্রধানমন্ত্রী। আমন্ত্রিতের এই তালিকায় থাকছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভূটান, নেপাল,থাইল্যান্ডের রাষ্ট্রনেতারা। কিন্তু সেই তালিকায় নেই ভারতের অন্যতম প্রতিবেশীরাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম। আর এটাকে খুব এক্তা ভালো চোখে দেখছে না ইসলামাবাদ।
এই নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকা বা না থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাশ্মীর থেকে সিয়াচিন নিয়ে দুই দেশের মধ্যে শান্তি বার্তার বৈঠক। পাশাপাশি তাঁর দাবি, পাকিস্তান বিরোধিতার নামে নরেন্দ্র মোদী শান্তিবার্তা এড়িয়ে যাচ্ছেন। ভারতের অন্তবর্তী রাজনীতির শিকার নরেন্দ্র মোদী। প্রসঙ্গত মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ইমরান তাঁকে অভিনন্দন জানান।
Loading...
কোন মন্তব্য নেই