বছরের শুরুতেই ৪০ পেরোল পারদ, পুড়ছে গোটা বাংলা!
নজরবন্দি ব্যুরো: বাংলা মাসের দ্বিতীয় দিনে গরমে পুড়ছে পশ্চিমের তিন অঞ্চল। গরমে পুড়ছে আসানসোল, বাঁকুড়া এবং পানাগড়। শীতের সময় শিল্পাঞ্চল হওয়ায় কম ঠাণ্ডা অনুভূত হয় গোটা আসানসোল এলাকায়।
কিন্তু পানাগড় এবং বাঁকুড়ায় ঠাণ্ডা এবং গরম দুয়ের প্রভাবই বেশ অতিরিক্ত থাকে। চলতি বছরে গ্রীষ্মের শুরুতেই তার প্রমাণ মিলছে। এখনই তাপমাত্রার পারদ এই তিন অঞ্চলে ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। তিনটি অঞ্চলই রাজ্যের পশ্চিম প্রান্তের জেলা। এদের মধ্যে সবথেকে বেশি পারদ চড়েছে বাঁকুড়ায়। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ের সর্বোচ্চ ছিল তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুর এবং বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

No comments