Header Ads

উইসডেনের বিচারে এবছরও বিশ্বসেরা ক্রিকেটার বিরাট।

নজরবন্দি ব্যুরোঃ উইসডেনের বিচারে এবছরও বিশ্বসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি।চলতি বছরেই বিরাট কোহলিকে বিশ্বসেরা ক্রিকেটার বেছে নেয় আইসিসি। টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাটে ৬৮.৩৭-র গড় ও ১১টি সেঞ্চুরি সহ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ২০১৮ সালে ২৭৩৫ রান করায়, গত জানুয়ারিতে তাঁর হাতে এই সম্মান তুলে দেয় আইসিসি।
 অন্যদিকে, সীমিত ওভারের ফর্ম্যাটে ১২৯১ রান করা স্মৃতি, ভারতের মহিলা ক্রিকেটে রোল মডেলে পরিণত হয়েছেন।ওদিকে, উইসডেনের বেছে নেওয়া এবছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকাতেও জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট। তিনি ছাড়াও ওই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার, সাম কুরান, ররি বার্নস এবং ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের সদস্যা তামসিন বিউমন্ট। উল্লেখ্য পর পর তিনবার তিনি এই সম্মানে ভুসিত হলেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.