প্রিয়াঙ্কাকে দেশবাসী চোরের স্ত্রী হিসেবে দেখে! মাত্রা ছাড়ালেন উমা ভারতী
নজরবন্দি ব্যুরো: প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রাকে তীব্র আক্রমণের জেরে এবার প্রবল বিতর্কের মুখে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে পারেন প্রিয়াঙ্কা। এই প্রসঙ্গে উমা ভারতী জানিয়েছিলেন একটি গণতান্ত্রিক দেশে যে কেউ ভোটে দাঁড়াতে পারেন। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়।
তাঁকে জিজ্ঞাসা করা হয় নির্বাচনে প্রিয়াঙ্কা ঠিক কতটা প্রভাব ফেলতে পারবেন তাঁর উত্তরে ভারতী মন্তব্য করেন-'কোনও প্রভাব ফেলতে পারবেন না। তাঁর স্বামী চুরির অভিযোগে অভিযুক্ত, একজন চোরের স্ত্রীকে যেভাবে দেখা হয়, দেশের মানুষও প্রিয়াঙ্কাকে সেই চোখে দেখবে'।
প্রিয়াঙ্কার পাশাপাশি রাহুলকেও কটাক্ষ করতে ছাড়েন নি ভারতী। অমেঠি ও ওয়ানাড কেন্দ্র থেকে লড়ার সিদ্ধান্ত নিয়ে নিজের পরাজয় নিজেই স্বীকার করে নিয়েছেন রাহুল, মত ভারতীর।
প্রিয়াঙ্কার পাশাপাশি রাহুলকেও কটাক্ষ করতে ছাড়েন নি ভারতী। অমেঠি ও ওয়ানাড কেন্দ্র থেকে লড়ার সিদ্ধান্ত নিয়ে নিজের পরাজয় নিজেই স্বীকার করে নিয়েছেন রাহুল, মত ভারতীর।

No comments