Header Ads

বিহারের সঙ্গে বাংলার তুলনা, কমিশনে নালিস তৃণমূলের

নজরবন্দি ব্যুরো: দশ বছর আগের বিহারের মতো পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি! এমন বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। আর এতেই চটে-যায় এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
পাল্টা কমিশনকে চিঠি দিয়ে অজয় নায়েকের অপসারণের দাবি জানাল তৃণমূল। কমিশনকে পাঠানো চিঠিতে তৃণমূল লিখেছে, দশ বছর আগে বিহারের সঙ্গে বাংলাকে তুলনা করে মন্তব্য করেছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। তাঁর মন্তব্য সম্পূর্ণভাবে আপত্তিকর।   

ওই চিঠিতে তৃণমূলের দাবি, দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া মোটের উপর ভোট শান্তিপূর্ণ হয়েছে।
তার দুদিন পর পর্যবেক্ষকের এমন প্রতিক্রিয়া গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। এটা অনভিপ্রেত ও আপত্তিকর। দুটি জেলায় মাত্র একটি বুথে পুননির্বাচন হচ্ছে। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে এমন মন্তব্য করে বসলেন বিশেষ পর্যবেক্ষক। ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বিহারের প্রসঙ্গ তুলেছেন।



Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.