Header Ads

প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে মিছিল তৃণমূলের!

নজরবন্দি ব্যুরো: ভোট বাকি আছে বীরভূমে। আর তাই ভোটের আগে বীরভূম লোকসভা আসনে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চায় নির্বাচন কমিশন। আর সেজন্যে ইতিমধ্যে বীরভূম উড়ে গিয়েছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।
প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন কমিশনের এই বিশেষ পর্যবেক্ষক। একদিকে যখন নিরাপত্তা নিয়ে বিশেষ নজর দিতে চায় কমিশন, অন্যদিকে তখন প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে মিছিল করল তৃণমূল। আর সেই ছবি ভাইরাল হতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে মিছিল ছিল।
তৃণমূলের অঞ্চল সভাপতি প্রশান্ত মণ্ডলের নেতৃত্বে সাঁইথিয়ার হরিসরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বাইক মিছিল করে শাসক দল। মুখে তৃণমূলের পতাকা অথবা কাপড় বেঁধে মিছিলে সামিল হন তৃণমূল সমর্থকরা। এক বাইক আরোহীর হাতে ছিল আগ্নেয়াস্ত্র। আর তা একেবারে প্রকাশ্যে উঁচিয়ে মিছিল করে। আর সেই ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই বিতর্ক তৈরি হয়। যদিও তৃণমূলের দাবি, ওটি ছিল খেলনা পিস্তল।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.