Header Ads

নির্বাচনের মধ্যে এসএসসির সুপারিশে পুনঃনিয়োগ!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের মধ্যে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির বিভিন্ন বিভাগের ৯৫ জনকে SSC-র সুপারিশে পুনঃনিয়োগ করল মধ্যশিক্ষা পর্ষদ।
কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার এ প্রসঙ্গে বলেন, "এই নিয়োগ নতুন কিছু ব্যাপার নয়।
যাদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল তখন পদ খালি না থাকায় যোগ দিতে পারছিলেন না চাকরিতে। তাই তাদের জন্যই পদ তৈরি করে সেই পদে তাদের নিয়োগ করা হয়েছে।"
গত বছর দারিভিট কাণ্ডে ঘটার পরে রাজ্য সরকার প্রবল সমালোচনার মুখে পড়ে। সমালোচনার মুখে পড়ে বদলি ছাড়াও অন্যত্র নিয়োগ বন্ধ করে দিয়েছিল সরকার। যার কারণ হিসেবে সরকার ব্যাখ্যা করেছিল, যে জায়গায় পদ খালি আছে তা খতিয়ে দেখার পরই পুনঃনিয়োগ করা হবে।
সেই অনুযায়ী পুজোর পর ফের এই নিয়োগের পদ্ধতি চালু করা হয়। যার ফলে, প্রায় সাড়ে পাঁচশো জন চাকরি-প্রার্থী যারা নিয়োগপত্র পেয়েও চাকরিতে যোগ দিতে পারেন নি, তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

কিন্তু পরবর্তীকালে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে জটিলতা রয়ে গিয়েছে। অনেক জায়গায় পুনঃনিয়োগের জন্য পদ খালি ছিল না। এর দীর্ঘ দিন পর এই ৯৫ জনকে নিয়োগ করা হল। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.