Header Ads

উচ্চ-প্রাথমিকের নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের!

নজরবন্দি ব্যুরো: একাধিক সমস্যা কাটিয়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও বিতর্ক কিছুতে পিছু ছাড়ছে না। কলকাতা হাইকোর্টে চূড়ান্ত সমালোচনার মুখে SSC ।
রাজ্য সরকারের অবস্থান নিয়েও আদালতের প্রশ্ন। মামলাকারী ও রাজ্যের সওয়াল জবাব শোনার পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় হাইকোর্ট।

এই প্রসঙ্গে আবেদনকারীর আইনজীবী সামিম আহমেদ জানিয়েছেন, ‘‘আপার প্রাইমারিতে নিয়োগের দ্বিতীয় দফায় প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থী থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন বহু অপ্রশিক্ষিতদের ডেকেছে। আমার এর বিরোধিতা করছি। আদালত আমাদের পক্ষে নির্দেশ দিয়েছে।’’

আবেদনকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের হয়ে বৃহস্পতিবার সওয়াল করেন আইনজীবী সামিম আহমেদ। আদলতে দাঁড়িয়ে তিনি উচ্চ প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
আদালতের তরফে কমিশন-রাজ্য ও মামলাকারীদের সওয়াল শুনে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত মামলাকারীদের ২৭ মের পর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কমিশনকে নির্দেশ দেন। আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, অবিলম্বে SSC-কে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি-প্রার্থীদের ডাকতে হবে। এর পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ দিতে হবে বলেও জানানো হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.