স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত শ্রীশান্তের নতুন শাস্তি ঘোষণা আগামী ৩ মাসের মধ্যে।
নজরবন্দি ব্যুরোঃ ২০১৩ আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত শ্রীশান্তের নতুন শাস্তি ঘোষণা হবে আগামী তিন মাসের মধ্যে। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। গত ফেব্রুয়ারিতে শ্রীশান্তের ওপর থেকে আজীবন নির্বাসনের শাস্তি তুলে নেয় দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট তখন জানায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি তিন মাসের মধ্যে শ্রীশান্তকে নতুন করে কী শাস্তি দেওয়া যায়, সে ব্যাপারে ভাবনাচিন্তা করতে পারে।
বিসিসিআই-এর করা আবেদনের ভিত্তিতে শুক্রবার ছিল সুপ্রিম কোর্টে শুনানি। তখনই বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি কেএম জোশেফ জানিয়ে দেন, আগামী তিন মাসের মধ্যে শ্রীশান্তের শাস্তি ঘোষণা করবেন বিসিসিআই-এর অম্বুডসম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে জৈন।

No comments