Header Ads

আমি গ্র্যাজুয়েট নই: স্মৃতি ইরানি

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কলেজের গণ্ডি পেরিয়েছেন কিনা এই নিয়ে বিতর্ক অনেক দিনের। বছর পাঁচেক আগে এই প্রসঙ্গ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। লোকসভা নির্বাচনের আবহে সেই বিতর্ক অন্য মাত্রা পেল। বৃহস্পতিবার বিজেপি নেত্রী তথা কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রী স্মৃতি ইরানি স্বীকার করলেন, তিনি গ্র্যাজুয়েট নন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ে যে আন্ডার-গ্র্যাজুয়েট কোর্সে তিনি ভর্তি হয়েছিলেন, তিনি তা শেষ করেননি। প্রসঙ্গত, এই স্মৃতি ইরানি মোদী সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মতন দফতরের দায়িত্ব পান। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মতো দফতরেরও দায়িত্বে আসেন।
স্মৃতি ইরানির লেখাপড়ার দৌড় নিয়ে বারবারই প্রশ্ন ছিল বিরোধীদের।
বিরোধীদের দাবি, স্মৃতি ইরানি আদৌ কলেজের গণ্ডি পেরোননি। স্মৃতি অবশ্য বিরোধীদের দাবি, বার বারই উড়িয়ে দিয়ে বলেছেন, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক। এ হেন স্মৃতি অবশেষে স্বীকার করলেন, তিনি স্নাতক নন। তবে এবার তিনি জালিয়াতির অভিযোগেও ফাঁসতে পারেন। কারণ, ২০০৪ সালে চাঁদনিচক থেকে যখন ভোটে দাঁড়িয়েছিলেন স্মৃতি ইরানি, তখন তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন, তিনি গ্র্যাজুয়েট।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.