Header Ads

৪৬-এ পা দিলেন শচীন!

নজরবন্দি ব্যুরো: ৪৬-এ পা দিলেন শচীন তেন্ডুলকার। ১৯৭৩ সালের এমন দিনে মহারাষ্ট্রের এক মারাঠি পরিবারে জন্মেছিলেন মাস্টার ব্লাস্টার। বাবা রমেশ তেন্ডুলকার ছিলেন বিখ্যাত লেখক ও অধ্যাপক। কিংবদন্তি সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের বড় ভক্ত ছিলেন রমেশ তেন্ডুলকার। তাই ছোট ছেলের নাম রেখেছিলেন তাঁরই নাম অনুসারে।
ক্রিকেট কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন শচীন। ২০০ টেস্ট খেলেছেন।
সেঞ্চুরির সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৩৫৭ রান করেছেন।
পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয়েছিল শচীনের। সেই থেকে পথ চলা শুরু। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মাস্টার ব্লাস্টারকে। ২০০ টেস্টে করেছেন ১৫৯২১ রান। ৪৬৩ একদিনের ম্যাচে করেছেন ১৮৪২৬ রান। জাতীয় দলের হয়ে একটি টি২০ ম্যাচ খেলেছিলেন। সে ম্যাচে করেছিলেন ১০।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.