Header Ads

অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের জন্য নতুন প্রতিশ্রুতি কংগ্রেস সভাপতির!

নজরবন্দি ব্যুরো: এবার কংগ্রেস সভাপতির নতুন ঘোষণা। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের জন্য নতুন সুযোগের প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার ট্যুইটে রাহুল জানান, ‘অবসরের পর সিভিল সা‍র্ভিসের সুযোগ থাকছে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের জন্য। কংগ্রেস ক্ষমতায় এলে এই সুযোগ দেবার ব্যবস্থা করা হবে। সেনাকর্মীরা আমাদের দেশের গর্ব।
সেনাকর্মীদের এই সম্মান প্রাপ্য।’
মঙ্গলবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। সেই ইস্তেহারে দারিদ্র দূরীকরণে প্রধান হাতিয়ার কংগ্রেসের ন্যায় প্রকল্প। এই প্রকল্পের আওতায় বার্ষিক ৭২,০০০ টাকা করে পাবে দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারগুলি। এই টাকা সরাসরি পৌঁছে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। এছাড়া একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই ইস্তেহারে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.