ভোটের আগে নমো টিভি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের আগে নমো টিভি লঞ্চ নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। নমো টিভি একটি ২৪ ঘণ্টার টিভি চ্যানেল। গত ৩১ মার্চ এটি পথ চলা শুরু করেছে। নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার এখানে দেখানো হবে।
যা নিয়ে বিরোধীরা ইতিমধ্যে আপত্তি তুলেছে।নরেন্দ্র মোদীর নামে তৈরি এই টিভিতে লোগো হিসাবে তাঁর ছবিই ব্যবহার করা হয়েছে। শুধু মোদীর প্রচার লাইভ দেখানোই নয়, বিভিন্ন বক্তব্যকে মিশিয়ে লোকসভা ভোটের আগে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।কংগ্রেস ও আম আদমি পার্টি নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ জানায়।

No comments