Header Ads

আমার বুথ সামলাবে আমার কর্মী, সমর্থক বাহিনী: মহম্মদ সেলিম

নজরবন্দি ব্যুরো: নির্বাচন ঘোষণার আগে থেকে এই রাজ্যের বিরোধী দল গুলির প্রধান দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের দাবি, প্রতিটি বুথেই চাই কেন্দ্রীয় বাহিনী।
কিন্তু রায়গঞ্জের সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সেলিম কেন্দ্রীয় বাহিনী থাকা বা নাথাকা নিয়ে সেভাবে গুরুত্ব দিতে নারাজ।
সেলিমের দাবি, '১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও আমার কোনও সমস্যা নেই। আমার বুথ সামলাবে আমার কর্মী, সমর্থক বাহিনী।'
এবার রায়গঞ্জ কেন্দ্রে মূলত হেভি-ওয়েটদের লড়াই।
সিপিআই(এম) এর  মহম্মদ সেলিমের বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে ইসলামপুরের ডাকসাইটে বিধায়ক কানাহাইয়া লাল আগরওয়ালকে, আবার কংগ্রেসের প্রার্থী পরিচিত মুখ দীপা দাশমুন্সি। আবার বিজেপি প্রার্থী করেছে দেবশ্রী চৌধুরীকে। ফলে রায়গঞ্জে এবার বিগ ফাইট। ১৮ এপ্রিল ভোট হবে রায়গঞ্জে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.