অবশেষে জামিন পেলেন মাওবাদী নেতা বিক্রম!
নজরবন্দি ব্যুরো: অবশেষে জামিন পেতে চলেছেন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে। ২০১২ সালে গ্রেফতার হবার পর থেকে থেকে টানা বন্দি আছেন অর্ণব। তাঁর নামে ৩১ টি মামলা আছে। ৩০ টি মামলায় আগেই জামিন পেলেও আটকে ছিলেন শিলদায় ইএফআর ক্যাম্পে ২৩ জন জওয়ানের মৃত্যু সংক্রান্ত মামলায়।
শুক্রবার ওই মামলায় অর্ণবের জামিনের আবেদনের শুনানি হয়। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। আপাতত অর্ণবকে সোনারপুর থানা এলাকার মধ্যে থাকতে হবে। বন্দি অবস্থায় অর্ণব স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষাতেও পাশ করেছেন এই মাও নেতা।

No comments