Header Ads

গুন্ডাগিরি করে বাবুল! অভিযোগ মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ব্যুরো: বাঙালি সংস্কৃতি জানেন না বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। এলাকার উন্নয়নে সেভাবে করেন নি। খালি গুন্ডাগিরি করেছে। রানিগঞ্জের সভা থেকে ঠিক এইভাবে বাবুল সুপ্রিয়কে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। .
এদিন রানিগঞ্জ ও আসানসোলে জোড়া সভা ছিল তৃণমূল নেত্রীর। সেই সভা থেকেই আসানসোল আসনে বাবুল সুপ্রিয়কে হারানোর ডাক দেন তিনি। তাঁর অভিযোগ, বাবুল সুপ্রিয় প্রচণ্ড উদ্ধত। মুখের ভাষা খুবি খারাপ। তাঁকেও 'কুত্তা, বিল্লি' বলে কুরুচিকর আক্রমণ করেছেন একসময়।
এবার বাবুল সুপ্রিয়কে হারাতেই হবে বলে ডাক দেন তিনি। এবার লোকসভা ভোটে আসানসোল কেন্দ্র থেকে মুনমুন সেনকে প্রার্থী করেছে তৃণমূল। বাঁকুড়া থেকে সরিয়ে এনে আসানসোলের রুক্ষ জমিতে লড়াইয়ের টিকিট দেওয়া হয়েছে মুনমুনকে। ৯ বারের সিপিআই(এম) সাংসদ বাসুদেব আচারিয়াকে হারিয়ে ২০১৪-য় বাঁকুড়ায় জয় হাসিল করে নেন মুনমুন সেন। এবার আসানসোলের শক্ত লড়াইয়ের জন্য তাঁকেই বেছেছেন তৃণমূল সুপ্রিমো।




Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.