আবার আক্রান্ত বাম প্রার্থী! গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ
নজরবন্দি ব্যুরো: আবার উত্তপ্ত কোচবিহার। কোথায় বাম প্রার্থীর উপর হামলা, আবার কোথায় সন্ত্রাসের অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার।
এলাকা থেকে পাওয়া খবর অনুসারে, এদিন দুপুরে ভোট-প্রক্রিয়া দেখতে যান মাথাভাঙায় বাম প্রার্থী গোবিন্দ রায়।
সেইসময় একদল দুষ্কৃতী গোবিন্দ রায়ের উপর হামলা চালায়। কোনোক্রমে প্রার্থীকে সরিয়ে দেয় বাম সমর্থকরা। পরে, তাঁর গাড়িতে ভাঙচুর চালান হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
অপরদিকে সন্ত্রাসের বিরুদ্ধে এবার পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এলাকার লোকজন। মাথাভাঙায় ৫-এর ১০৩ নং বুথে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশের গাড়ি হটিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন তারা।
আলিপুরদুয়ার ও কোচবিহারে রিগিংয়ের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি নেতৃত্ব।
বিক্ষিপ্ত অশান্তি ও ইভিএম বিভ্রাটের পরও রেকর্ড সংখ্যক ভোট পড়ল বাংলার দুই কেন্দ্রে। প্রথম ৬ ঘণ্টায় কোচবিহার ও আলিপুরদুয়ারে মোট ৫৫.৫৯ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। কোচবিহারে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৪৪ শতাংশ। বেলা ১টা পর্যন্ত আলিপুরদুয়ারে ৫৬.৪৫ শতাংশ ভোট পড়েছে।
এলাকা থেকে পাওয়া খবর অনুসারে, এদিন দুপুরে ভোট-প্রক্রিয়া দেখতে যান মাথাভাঙায় বাম প্রার্থী গোবিন্দ রায়।
সেইসময় একদল দুষ্কৃতী গোবিন্দ রায়ের উপর হামলা চালায়। কোনোক্রমে প্রার্থীকে সরিয়ে দেয় বাম সমর্থকরা। পরে, তাঁর গাড়িতে ভাঙচুর চালান হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
অপরদিকে সন্ত্রাসের বিরুদ্ধে এবার পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এলাকার লোকজন। মাথাভাঙায় ৫-এর ১০৩ নং বুথে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশের গাড়ি হটিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন তারা।
বিক্ষিপ্ত অশান্তি ও ইভিএম বিভ্রাটের পরও রেকর্ড সংখ্যক ভোট পড়ল বাংলার দুই কেন্দ্রে। প্রথম ৬ ঘণ্টায় কোচবিহার ও আলিপুরদুয়ারে মোট ৫৫.৫৯ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। কোচবিহারে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৪৪ শতাংশ। বেলা ১টা পর্যন্ত আলিপুরদুয়ারে ৫৬.৪৫ শতাংশ ভোট পড়েছে।

No comments