Header Ads

টাকার অভাবে আপাতত স্থগিত জেটের উড়ান!

নজরবন্দি ব্যুরো: এবার সব আশা শেষ। ব্যাঙ্ক টাকা দিতে রাজি নয়। আর সেই কারণে আপাতত পরিষেবা স্তব্ধ হয়ে গেল জেট এয়ারওয়েজের। সংস্থা বাঁচাতে আপত্কালীন তহবিলের জন্য ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিল ওই বিমান সংস্থা।
৪০০ কোটি টাকা সাহায্য দেওয়ার আর্জি জানিয়েছিল। কিন্তু সেই আর্জি বাতিল হয়ে গেল।
জেট একসময় ভারতের প্রথম সারির বিমান সংস্থাগুলির অন্যতম ছিল।
সেই সংস্থাই গত কয়েকমাস ধরেই আর্থিক কারণে ধুঁকছিল। কর্মীদের বেতন দিতে পারছে না ওই সংস্থা। ফলে ক্রমশ কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। বুধবারই কলকাতা বিমানবন্দরে জেটের কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। ডিসেম্বর থেকে জেটের পরিষেবা ক্রমশ কমতে শুরু করেছে। এখন জেটের পাঁচটি বিমান চলাচল করছে। ১৮ এপ্রিল থেকে জেটের আন্তর্জাতিক সব পরিষেবাও বন্ধ হয়ে যাওয়ার কথা।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.