Header Ads

নির্বাচন শুরুর আগে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল! আহত তিন

নজরবন্দি ব্যুরো: চলছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে শেষ হাসি হাসবে কে?  আজ শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফার নির্বাচন। দেশের পনেরো রাজ্যে একশো সতেরো আসনে নির্বাচন।
সামিল দুই সেনাপতি। কেরলের ওয়াইনাডে পরীক্ষা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। গুজরাতের গান্ধীনগরে অমিত শাহ।

তৃতীয় দফার ভোট শুরুর আগে সংঘর্ষ উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। ভোর ছ'টা নাগাদ ডোমকলের মানিকনগরে ২২ নম্বর বুথের বাইরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে বোমাবাজি হয়। বোমাবাজিতে আহত তিন তৃণমূল-কর্মী। বুথ দখলকে কেন্দ্র করে বোমাবাজি বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। .
তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যালে। জেলা প্রশাসনের কাছে ঘটনার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.