Header Ads

বিনা অনুমতিতে র‌্যালি! বিতর্কে গম্ভীর

নজরবন্দি ব্যুরো: ফের বিতর্কে জড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর। এ বার অনুমতি না নিয়েই গৌতম গম্ভীরের বিরুদ্ধে র‌্যালি বার করার অভিযোগ উঠল।
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ।পূর্ব দিল্লি থেকে দাঁড়ানো আম আদমি পার্টির নেতা আতিশী মারলেনা বলেন, “প্রথমে মনোনয়নে ভুল তথ্য পেশ, তার পর দু’টো ভোটার কার্ড থাকায় ফৌজদারি অপরাধ এখন বেআইনি র‌্যালি বের করে এফআইআর। আমার প্রশ্ন, যখন নিয়মই জানো না, খেলতে কেন নেমেছো?”বৃহস্পতিবার, দুটো ভোটার কার্ড থাকার কারণে গৌতম গম্ভীর বিরুদ্ধে মামলা দায়ের হয়।
আতিশী আরও দাবি করেন, দিল্লির কারোলবাগের পাশাপাশি রাজিন্দর নগরে ঠিকানায় ভোটার কার্ড রয়েছে গম্ভীরের। এই দুই এলাকা সেন্ট্রাল দিল্লি বিধানসভার মধ্যে পড়ে। আগামী ১ মে শুনানি হবে এই মামলার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.