Header Ads

প্রচারে বেরিয়ে ফের ‘আক্রান্ত’ ফুয়াদ হালিম! এলাকায় উত্তেজনা

নজরবন্দি ব্যুরো: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী ফুয়াদ হালিমের উপর ফের হামলা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার গুরুদাস নগরে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি, গাড়ি ও বাইক। স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন ফুয়াদ হালিম ও কিছু বাম সমর্থক।
এদিন গুরুদাসনগরে ফুয়াদ হালিমের সমর্থনে একটি মিছিল হয়। অভিযোগ, তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিলে হামলা চালায়।
সিপিআই(এম) কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কয়েকজন বাম কর্মীকে তুলে নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে। পুলিশকে জানিয়ে কোনও সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.