Header Ads

আবার বিস্ফোরণ শ্রীলঙ্কায়!

নজরবন্দি ব্যুরো: গত রবিবার ইস্টার ডে-তে জঙ্গি হামলার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এর মধ্যেই আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার সকালে রাজধানী কলম্বো থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত পুগোডা শহরে ম্যাজিস্ট্রেট আদালতের পিছনে একটি ফাঁকা জায়গায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। এমনটাই খবর জানা গিয়েছে। তবে বিস্ফোরণে হতাহতের কোনও খবর নেই। .
আপাতত গোটা এলাকাটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। আশেপাশে আরও কোথায় বিস্ফোরক রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিস্ফোরকটি কি ধরনের ছিল?‌ সেটাও পরীক্ষা করা হচ্ছে। এদিকে, রবিবারের ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত সরকারি মতে, ৩৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও ৫০০ জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.