হেভি-ওয়েট প্রার্থীদের নির্বাচনী প্রচারে রাশ টানতে কড়া পদক্ষেপ কমিশনের!
নজরবন্দি ব্যুরো: হেভি-ওয়েট প্রার্থীদের প্রচারে চাকচিক্য কমাতে তৎপর হল নির্বাচন কমিশন। প্রচুর সংখ্যক গাড়ি আর নিরাপত্তারক্ষী নিয়ে প্রচারে রাশ টানতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কমিশন। বেশিরভাগ সময় লক্ষ্য করা যায়, তারকা প্রার্থীরা অসংখ্য গাড়ির কনভয় নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন। আর তাঁদের সঙ্গে থাকে একাধিক নিরাপত্তারক্ষী।
কমিশন মনে করে, হেভি-ওয়েটদের এই দাপুটে প্রচারে সামাজিক দূষণ হয়। ভোটারদের মনে অহেতুক আতঙ্ক তৈরি হয়।
আর সেই কথা মাথায় রেখে কমিশনের নির্দেশ, হেভি-ওয়েটরা দরজায় দরজায় ঘুরে প্রচারে যাওয়ার সময় প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়ে যাওয়া যাবে না। পাশাপাশি, নিরাপত্তারক্ষীকেও পায়ে হেঁটে প্রচার সারতে হবে।
আর সেই কথা মাথায় রেখে কমিশনের নির্দেশ, হেভি-ওয়েটরা দরজায় দরজায় ঘুরে প্রচারে যাওয়ার সময় প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়ে যাওয়া যাবে না। পাশাপাশি, নিরাপত্তারক্ষীকেও পায়ে হেঁটে প্রচার সারতে হবে।

No comments