পুনর্নির্বাচনের দাবিতে কমিশনে ঢুকে বিক্ষোভ দেখালেন মুকুল রায়!
নজরবন্দি ব্যুরো: গত কাল প্রথম দফার নির্বাচনের পরে আজ পুনর্নির্বাচনের দাবিতে কলকাতার ইলেকশন কমিশন অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা।
এক ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ দেখান তারা।
শুক্রবার দুপুরে বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদারের নেতৃত্বে দলের কর্মীরা মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে আসেন। বিজেপি নেতা কর্মীরা দলীয় পতাকা হাতে মিছিল করে ওই দফতরের সামনে আসেন উপস্থিত হন। গেটের সামনেই তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, প্রথম দফার ভোটে অনেক কেন্দ্রে শুধু রাজ্যের সশস্ত্র পুলিশ দিয়েই নির্বাচন কমিশন ভোট করিয়েছে। তাতে লাভবান হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
তাই বেশিরভাগ বুথেই বেনিয়ম ও ছাপ্পার মতন ঘটনা ঘটেছে। বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার জানান, সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে।
এর পরে নির্বাচন কমিশনের অফিসের ভিতর ঢুকে যান মুকুল রায় সহ বিজেপি বেশকিছু নেতা। ভিতরে ঢুকে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
শুক্রবার দুপুরে বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদারের নেতৃত্বে দলের কর্মীরা মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে আসেন। বিজেপি নেতা কর্মীরা দলীয় পতাকা হাতে মিছিল করে ওই দফতরের সামনে আসেন উপস্থিত হন। গেটের সামনেই তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, প্রথম দফার ভোটে অনেক কেন্দ্রে শুধু রাজ্যের সশস্ত্র পুলিশ দিয়েই নির্বাচন কমিশন ভোট করিয়েছে। তাতে লাভবান হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
তাই বেশিরভাগ বুথেই বেনিয়ম ও ছাপ্পার মতন ঘটনা ঘটেছে। বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার জানান, সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে।
এর পরে নির্বাচন কমিশনের অফিসের ভিতর ঢুকে যান মুকুল রায় সহ বিজেপি বেশকিছু নেতা। ভিতরে ঢুকে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

No comments