আক্রান্ত সিপিআই(এম) প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়!
নজরবন্দি ব্যুরো: প্রাক নির্বাচনী সংঘর্ষে ইতিমধ্যেই উত্তপ্ত বাংলার একাধিক এলাকা। এবার সেই রেশ ছড়াল দক্ষিণবঙ্গে। পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী তথা প্রাক্তন বিধায়ককে প্রকাশ্যে মারধরের অভিযোগ।
এই ঘটনাটি ঘটে সালানপুর এলাকায়। এদিন প্রচারে বেরিয়েছিলেন সিপিআই(এম) প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। তাঁর গাড়ি ঘিরে হামলা চালানোর অভিযোগ ওঠে। আক্রান্ত গৌরাঙ্গ বাবু মাটিতে পড়ে যান। অভিযোগ হামলাকারীরা শাসকদলের।

No comments