Header Ads

অনুব্রতর সভা শেষে টাকা বিলির অভিযোগ!

নজরবন্দি ব্যুরো: জনসভার শেষে টাকা বিলির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের সিঙ্গি অঞ্চল সভাপতি অপূর্ব চক্রবর্তীর বিরুদ্ধে এই টাকা বিলি করার অভিযোগ ওঠে।
জানা গিয়েছে, গতকাল বিকেলে বোলপুরের সিঙ্গিতে সভা ছিল অনুব্রত মণ্ডলের।
দেখা যায় দলীয় কর্মী ও আদিবাসী মহিলাদের মধ্যে টাকা বিলচ্ছেন অপূর্ব। যদিও ওই তৃণমূল নেতার দাবি, তিনি সভায় আসা কর্মীদের গাড়ি ভাড়া দিচ্ছিলেন।
গতকাল বোলপুরের সিঙ্গি গ্রামের ফুটবল মাঠে সভা ছিল তৃণমূলের। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল সহ অন্য নেতারা। সভা শেষে দেখা যায়, অনেককেই টাকা দিচ্ছেন অপূর্ব চক্রবর্তী।
এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "না কোনও টাকা বিলির ব্যাপার নেই এখানে। কেউ কোনও টাকা দিচ্ছে না। ফালতু কথা। আমি বাসের ভাড়া মেটাচ্ছিলাম। আমাদের যে ছেলেগুলি এসেছিল তাদের ভাড়ার টাকা দিলাম।"
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসার, অপূর্ব-বাবু যখন টাকা বিলির কারণ খাড়া করছেন, ঠিক তখনই এক আদিবাসী মহিলা নিজের ভাগের টাকা চাইছেন। যদিও তৃণমূল নেতৃত্ব এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.