Header Ads

রক্তাক্ত শ্রীলঙ্কা! মৃতের সংখ্যা বেড়ে ১৫৬

নজরবন্দি ব্যুরো: সাতসকালে পর পর  বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার পার্শ্ববর্তী এলাকা। শেষ পাওয়া খবর অনুসারে ৩টি গির্জা ও ৩টি হোটেলে বিস্ফোরণ ঘটেছে।
সংবাদসংস্থা এএফপি-র খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হল ১৫৬। তবে এখনও লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

কলম্বোর ন্যাশনাল হাসপাতালের মুখপাত্র ডা সামিধি সামারাকুন জানিয়েছেন, হাসপাতালে ৩০০ জন ভর্তি রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৩৫ বিদেশি নাগরিক। রাজধানী কলম্বোয় মৃত্যু হয়েছে ৪৫ জনের, উত্তর কলম্বোর নেগোম্বর এরটি গির্জায় বিস্ফোরণে মারা গিয়েছেন ৬৭ জন এবং বাট্টিকালোয়ার একটি গির্জায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২৫ জনের। শ্রীলঙ্কার দৈনিক ডেইলি মিররের খবর অনুযায়ী, বাট্টিকালোয়ার একটি হোটেল ও চার্চে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
পাশাপাশি বিস্ফোরণ ঘটেছে সাংরি লা, সিনামোল গ্র্যান্ড ও কিংসবারি হোটেলে। এছাড়াও বিস্ফোরণ হয়েছে কোচ্চাইকাদের সেন্ট অ্যান্টনি চার্চে ও কাটুয়াপিট্টির সেন্ট সেবাস্টিয়ান চার্চে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.