Header Ads

রাহুলের গলায় বোমা বেঁধে দেশের বাইরে ছুঁড়ে ফেলা উচিত! মন্তব্য বিজেপি নেত্রীর

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। চৌকিদার চোর হ্যায়, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এমন মন্তব্য করার জন্য ক্ষমা-প্রার্থী হন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
এবার রাহুল গান্ধীকে টার্গেট করে বিতর্কে বিজেপি নেত্রী পঙ্কজা মুণ্ডে।

এক প্রচার-সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস প্রেসিডেন্টের গলায় বোমা বেঁধে তাকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত। বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে কংগ্রেসের বিভিন্ন নেতার প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে রাহুলের প্রতি এই ভাবে আক্রমণ করেন পঙ্কজা। .
মুণ্ডে আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশকে সন্ত্রাসমুক্ত করার প্রচেষ্টায় তখন তারা প্রশ্ন তুলছে। যখন আমাদের সেনাদের ওপর হামলা হয়, তখন আমরাই সার্জিক্যাল স্ট্রাইকে তার জবাব দিয়েছি। রাহুল গান্ধী এখন তার প্রমাণ চাইছেন। তার গলায় বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.