Header Ads

বাংলায় ৪২ আসনই পাবে বিজেপি! জানিয়ে দিলেন বিপ্লব দেব

নজরবন্দি ব্যুরো: এখন রাজ্যে চলছে তিনটে রাজ। সিন্ডিকেট, ক্যাডার আর ভাতিজা রাজ। এমনি অভিযোগ করলেন বিজেপি নেতা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়া সমর্থনে পূর্ব বর্ধমানের গলসী ২ নং ব্লকে নির্বাচনী জনসভায় আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

এই সভায় যোগ দিয়ে তিনি বলেন, গোটা দেশ জুড়ে আন্ডার কারেন্ট নয়, প্রকাশ্যেই মোদীর কারেন্ট চলছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বাংলার বাঘ। আর বাঘ কখনও অর্ধেক খায়না। খেলে পুরোটাই খায়। তাই বাংলাতেই অর্ধেক আসন নয়। ৪২ টি আসনেই জয় পাবে বিজেপি।
গলসীর এই মাঠে বিকেল ৪ টেয় এই সভা করার কথা ছিল। কিন্তু বিপ্লব দেব সভাতে আসেন কিছুটা দেরিতে। ফলে কার্যত সিংহভাগ মানুষই সভা ছেড়ে চলে যান। বিরোধীদের হেলিকপ্টার নামতে না দেওয়া, বিজেপিকে সভা করতে না দেওয়া এবং নিরাপত্তা না দিতে পারা নিয়েও রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করেন বিপ্লব দেব।



Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.