Header Ads

ভোটকে প্রহসনে পরিণত করার ইঙ্গিত পেলাম: বিমান বসু

নজরবন্দি ব্যুরো: বিরোধীদের অভিযোগ ছিল। এবার সেটা সত্যি হতে চলেছে। প্রথম দফার নির্বাচনের পরে কমিশনের ভূমিকা নিয়ে আশঙ্কা-প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
তাঁর মন্তব্য, যা ইঙ্গিত পেলাম, তাতে মনে হল, ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে রাজ্য সরকার।
বিমান বসুর কথায়,''স্পর্শকাতর ও স্পর্শকাতর নয়, এমন ধরনের বুথ বাছাইয়ের ব্যাপারে নির্বাচন কমিশনের কছু ত্রুটি রয়েছে। ভোট লুঠ করার চেষ্টা চলেছে। শক্ত হাতে ভোটলুঠেরাদের মোকাবিলা করা উচিত কমিশনের''। .
তিনি আরও বলেন, ''সাংবাদিকদের উপরে আক্রমণ করা হয়েছে, বিষয়টি দেখা দরকার। বিভিন্ন জায়গায় সুষ্ঠুভাবে ভোট হয় নি। সেখানে পুন-নির্বাচনের ব্যবস্থা করতে হবে''।
এদিন কমিশনে ভোটে কারচুপির নালিশ করেছে বঙ্গ বিজেপি। দলের নেতা জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, রাজ্য পুলিশ যেখানে ছিল, সেখানেই হিংসা ছড়িয়েছে। শীতলকুচিতে ১৫০টি বুথে ভোটের নামে চলেছে প্রহসন।''

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.