অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন অর্জুন সিং!
নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছেন অর্জুন সিং। এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সম্প্রতি ভাটপাড়া পুরসভার আস্থা ভোটে হেরে চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন। তাই আর দেরি না করে এবার ভাটপাড়ার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন অর্জুন সিং নিজে।
শুক্রবার বেলা ১২টা নাগাদ বিধানসভায় গিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ার দাপুটে এই নেতা এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

No comments