Header Ads

হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল!

নজরবন্দি ব্যুরো: ফের বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। এবার বিরোধীদের সরাসরি চোর বলে কটাক্ষ করে 'মেরে হাত-পা ভেঙে' দেওয়ার হুমকি দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।
আজ বীরভূমের রাজনগরে একটি জনসভায় যোগ দেন অনুব্রত। সেইসঙ্গে সিউড়ি শহরে হুড-খোলা গাড়িতে রোড-শোয়েও অংশ নেন তিনি।
সেখানেই বিরোধীদের আক্রমণ করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে। বলেন, "গ্রামে শহরে চোর ঢুকছে। চোর ঢুকলে ছাড়বেন না। মেরে হাত পা ভেঙে দিন। তারপর আমরা দেখব।"
চোর বলতে তিনি কী বা কাদের বোঝাতে চেয়েছেন? তার সরাসরি কোনও বিশ্লেষণ অনুব্রত মণ্ডল দেননি।
রাজনৈতিক মহলের একটা বড় অংশের মতে, নাম না করে বিরোধীদেরই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল আরও বলেন," দেখবেন, খুব শিগগিরই ভাঙাভাঙি শুরু হয়ে যাবে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.