সম্পত্তির পরিমাণ কমিয়ে দেখিয়েছেন অমিত শাহ! নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের দাবি কংগ্রেসের।
নজরবন্দি ব্যুরোঃ ইচ্ছাকৃত ভাবে নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় সম্পত্তির পরিমাণ কমিয়ে দেখিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই অভিযোগে গাঁধীনগর কেন্দ্রে অমিত শাহের মনোনয়ন বাতিলের দাবি জানাল কংগ্রেস। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে ‘ভুয়ো হলফনামা’ পেশের অভিযোগও কমিশনকে জানিয়েছে তারা। কংগ্রেসের দাবি, এই নির্বাচনে যাতে গাঁধীনগর কেন্দ্র থেকে অমিত শাহ প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন, তার জন্য যথাযত ব্যবস্থা নিক নির্বাচন কমিশন।
কংগ্রেস জানিয়েছে, ‘ফের একটি ভুয়ো হলফনামা জমা দিয়েছেন অমিত, যেখানে দু’টি গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছে। প্রথমটি হল গাঁধীনগরের একটি জমি। দ্বিতীয়টি হল, একটি বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে তাঁর ছেলের নামে নেওয়া ঋণ। এই ঋণের জন্য গ্যারান্টার ছিলেন অমিত নিজেই।’
কংগ্রেস জানিয়েছে, ‘ফের একটি ভুয়ো হলফনামা জমা দিয়েছেন অমিত, যেখানে দু’টি গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছে। প্রথমটি হল গাঁধীনগরের একটি জমি। দ্বিতীয়টি হল, একটি বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে তাঁর ছেলের নামে নেওয়া ঋণ। এই ঋণের জন্য গ্যারান্টার ছিলেন অমিত নিজেই।’

No comments