Header Ads

নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী অজয় রাই!

নজরবন্দি ব্যুরো: বহু বিতর্কের পরে শেষপর্যন্ত বারাণসীতে দলের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। প্রিয়ঙ্কা প্রার্থী নন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন অজয় রাই। লোকসভা নির্বাচনে এবার পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে রয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেসের হারান জমি ফিরে পেতে এবার তাঁকেই দলের মুখ করেছে কংগ্রেস নেতৃত্ব।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই রাজনৈতিক মহলে জল্পনা ছিল মোদীর বিরুদ্ধে বারাণসীতে প্রিয়ঙ্কাকেই দাঁড় করাবে কংগ্রেস। প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন খোদ প্রিয়ঙ্কাও।

বারাণসীতে প্রিয়ঙ্কার প্রার্থীপদ নিয়ে রহস্য জিইয়ে রেখেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। প্রিয়ঙ্কার প্রার্থী হওয়ার প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে তিনি সম্প্রতি মন্তব্য করেন, প্রার্থী হওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রিয়ঙ্কাই। কিন্তু অবশেষে সেই বিতর্কের অবসান ঘটিয়ে মোদীর বিরুদ্ধে প্রার্থী হলেন অজয় রাই।
যদিও ২০১৪ সালেও বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন এই অজয় রাই। যদিও সেবারে তিনি খুব একটা সুবিধা করতে পারেন নি।




Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.