দলের গণতন্ত্র নিয়ে মোদীর বিরুদ্ধে মুখ খুললেন আদবানি।
নজরবন্দি ব্যুরোঃ নিজের দলে এবং দেশে গণতন্ত্রের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি।তিনি ব্লগে লিখেছেন, 'দলের মধ্যে এবং বৃহত্তর জাতীয় পরিপ্রেক্ষিতে গণতন্ত্র এবং গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করাই ছিল বিজেপি-র গর্বের পরিচয়।' গণতন্ত্র প্রসঙ্গ তুলে তাঁর মন্তব্য, 'সত্য, রাষ্ট্রনিষ্ঠা এবং গণতন্ত্র আমাদের দলের সংগ্রামমুখর বিবর্তনে পথ দেখিয়েছে।
এইসব মূল্যবোধের যোগফলই হল সাংস্কৃতিক রাষ্ট্রবাদ এবং সু-রাজ। দল সবসময় এই পথই আঁকড়ে ধরেছে।' তিনি আরও লিখেছেন 'ভারতীয় গণতন্ত্রের যাঁরা অংশীদার, রাজনৈতিক দল, গণমাধ্যম, যাঁরা নির্বাচন পরিচালনা করছেন, সর্বোপরি যাঁরা ভোটদাতা— নির্বাচনের সময় সকলেরই সততার সঙ্গে আত্মসমীক্ষা করা দরকার।' লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করেনি দল।
তাঁর ৬ বারের জেতা কেন্দ্র গুজরাটের গান্ধীনগর থেকে এবার প্রার্থী অমিত শাহ। প্রার্থী-তালিকা থেকে বাদ দলের প্রবীণ নেতারাও। শনিবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দীর্ঘদিন পর নীরবতা ভেঙে সরব হয়েছেন প্রবীণ এই বিজেপি নেতা।
এইসব মূল্যবোধের যোগফলই হল সাংস্কৃতিক রাষ্ট্রবাদ এবং সু-রাজ। দল সবসময় এই পথই আঁকড়ে ধরেছে।' তিনি আরও লিখেছেন 'ভারতীয় গণতন্ত্রের যাঁরা অংশীদার, রাজনৈতিক দল, গণমাধ্যম, যাঁরা নির্বাচন পরিচালনা করছেন, সর্বোপরি যাঁরা ভোটদাতা— নির্বাচনের সময় সকলেরই সততার সঙ্গে আত্মসমীক্ষা করা দরকার।' লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করেনি দল।

No comments